
প্রশ্ন
টিউব ওয়েলের ভিতর নাপাক পড়লে পানি নাপাক হবে কি? যদি হয় তাহলে তা পবিত্র করার নিয়ম কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
টিউব ওয়েলের ভিতরে নাপাক পড়লে পাইপের সকল পানি নাপাক হয়ে যাবে। এক্ষেত্রে পবিত্র করার নিয়ম হল, দৃশ্যমান নাপাকি পড়লে প্রথমে তা বের করতে হবে। এরপর টিউব ওয়েলের উপর থেকে পুরো পাইপে কতটুকু পানি ছিল তা দুইজন অভিজ্ঞ ব্যক্তির মতামত নিয়ে অনুমান করে নিবে। এরপর সে পরিমাণ পানি বের করার পরই উক্ত টিউব ওয়েলের পানি পবিত্র হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৩
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৪১
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৭
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৬
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ১৫৬
আনুষঙ্গিক ফতোয়া
- প্রস্রাব হতে জায়গা পাক করার পদ্ধতি
- ফরজ গোসলে নাকের ভিতরে পানি পৌঁছানোর পদ্ধতি
- হাউজে নাপাক পড়লে করণীয়
- নাপাক কাপড় বালতিতে পাক করার পদ্ধতি
- মানুষের বীর্য পাক না নাপাক বুখারীর অসত্য রেফারেন্সের জবাব
- জামায় কতটুকু নাপাক লাগলে তা নাপাক বলা হবে
- ব্যবহৃত পানির ছিটা পাত্রের অব্যবহৃত পানিতে পড়লে তার হুকুম
- নাপাক শরীর ও নাপাক কাপড় ধোয়া পানির ছিটা