
প্রশ্ন
আজকাল অনেকে খালি মাথায় নামায পড়েন। সে সম্পর্কে হুকুম কি? অনেকে শুধু নামাযের সময় মাথা ঢাকেন। নামায শেষে টুপি পকেটে নিয়ে বেরিয়ে যান। এ সুন্নাত কি শুধু নামাযের জন্যই প্রযোজ্য?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিনা উযরে খালি মাথায় নামায পড়া ফুকাহায়ে কিরামগণ মাকরূহ লিখেছেন। টুপি শুধু নামাযের জন্য খাস নয়, বরং সর্বদা মাথায় টুপি পরা সুন্নাত। সুতরাং নামায শেষে টুপি পকেটে রাখা সুন্নাত তরীকার পরিপন্থী।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- পাগড়ি বাঁধার সুন্নত তরীকা কি
- ব্যবহৃত পানি ও তার হুকুম
- হুকুম ছাড়া কোন স্থানে গেলে তালাক বলার পর জানিয়ে যাওয়ার দ্বারা তালাক পতিত হবে কি না
- ঈদগাহ মাঠের শরয়ী হুকুম
- বিধর্মী রাষ্ট্রে বসবাসের হুকুম কি
- কোন স্থান অতিক্রম করার ব্যক্তি মুসাফির হয় আর কখন মুসাফিরের হুকুম শেষ হয়
- গায়রে মাহরামের সাথে কথা বলার সময় চেহারার দিকে তাকানো
- তাসলিমা নাসরীনের শরীয়তের বিধান সম্পর্কে কটূক্তি এবং মুরতাদের সংজ্ঞা ও হুকুম