
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
টয়লেটে যাবার সময় মাথায় কাপড় রাখা সুন্নত। এমনটিই রাসূল সাঃ থেকে হাদীস দ্বারা প্রমাণিত। عَنْ حَبِيبِ بْنِ صَالِحٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا دَخَلَ الْخَلَاءَ لَبِسَ حِذَاءَهُ، وَغَطَّى رَأْسَهُ • হযরত হাবীব বিন সালেহ রাঃ থেকে বর্র্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন জুতা পরিধান করতেন, এবং মাথা ঢেকে নিতেন। (সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-২৫৬; খুলাসাতুল আহকাম, হাদীস নং-৩২৪; আলফাতহুল কাবীর, হাদীস নং-৯০৭২; কানযুল উম্মাল, হাদীস নং-১৭৮৭৬; আশ শামায়েলুশ শরীফাহ, হাদীস নং-১৯৮) মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ জারুল্লাহ সা’দী বলেন, এটি সহীহ মুরসাল। ( আননাওয়াফেউল আতরাহ, বর্ণনা নং-২৩৭) عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ غَطَّى رَأْسَهُ • হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাঃ যখন টয়লেটে প্রবেশ করতেন তখন মাথা ঢেকে নিতেন। (সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-৪৫৫; খুলাসাতুল আহকাম, হাদীস নং-৩২৩; হুলয়াতুল আউলিয়া)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- নামাজের পর মাথায় হাত রেখে পড়ার দোয়া
- বুকের উপর হাত বাঁধা
- নামাযে মহিলাদের বুকের উপর হাত বাঁধার দলীল কী
- বুখারীতে বুকের উপর হাত বাঁধার কোন দলীল
- সুন্নাত তরীকার খেলাফ নামায পড়া
- পাগড়ি বাঁধার সুন্নত তরীকা কি
- যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে” এ বক্তব্যটি হাদীস কি না
- টুপি মাথায় ইস্তিঞ্জাখানায় যাওয়া