
ঠোটের নিচের অংশে যে দাড়ি গজিয়ে থাকে তা ছেটে ফেলা জায়েয আছে কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•জায়েয-নাজায়েয•
প্রশ্ন
ঠোটের নিচের অংশে যে দাড়ি গজিয়ে থাকে তা ছেটে ফেলা জায়েয আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, জায়েজ হবে না। এটি রাখাও জরুরী। (ফাইজুল বারী-৪/৩৮০)
- والله اعلم باالصواب -
সুত্র
- فيض البارى على صحيح البخارى, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৮০
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- ভরণ-পোষণ দেওয়ার ভিত্তিতে কোনো এক সন্তানকে অধিকাংশ সম্পদ দেওয়া যাবে কিনা
- এক সন্তানকে মৌখিকভাবে দিয়ে দেওয়া সম্পত্তি মিরাসে বন্টন
- ছেলের স্ত্রীকে স্পর্শ করার দ্বারা কি স্ত্রীটি ছেলের জন্য হারাম হয়ে যায়
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- মিরাসী সম্পদে মেয়েদের অংশ
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- চাচাদের উপস্থিতিতে দাদার মীরাছে এতিম নাতীদের অংশ