
প্রশ্ন
ডেকোরেটরের জিনিসপত্রে কীভাবে যাকাত আসে? ধরুন, কারো দুই লক্ষ টাকার ডেকোরেটর সামগ্রী আছে। আবার পঞ্চাশ হাজার টাকা ঋণও আছে। তার আয় খুব কম। সংসার চালানোই মুশকিল হয়ে দাঁড়ায়। নগদ কোনো অর্থ নেই। এমন ব্যক্তির উপরও কি যাকাত আসবে? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ডেকোরেটর সামগ্রী যদি বিক্রয়ের জন্য না হয়; বরং তা ভাড়ার জন্য তবে সেগুলোতে যাকাত আসবে না। তাই ঐ সামগ্রীর কারণে মালিককে যাকাত দিতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৯
- ফিকহি মাকালাত, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৫৫
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬৩
আনুষঙ্গিক ফতোয়া
- যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া
- যাকাতের অর্থ এবং যাকাত আদায় না করার ক্ষতি
- নিত্য ব্যবহার্য পণ্য ও স্বর্ণালংকারের উপর কি যাকাত আবশ্যক
- পাওনা টাকা যাকাত হিসেবে দিয়ে দেওয়া
- ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- যাকাতের টাকা সন্তানকে দেওয়া