
প্রশ্ন
উমরা পালন করার সময় তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায তওয়াফের পর পর না পড়ে সায়ীর পর পড়লে দম ওয়াজিব হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায মাকরূহ ওয়াক্ত না হলে তাওয়াফের পর পরই পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমল এমনই ছিল। বিনা ওজরে উক্ত দুই রাকাতকে বিলম্বে পড়া বা সায়ীর পর পড়া সুন্নত পরিপন্থী। তবে এ কারণে দম ওয়াজিব হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ২২০
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৫৮
- ইলাউস সুনান, খন্ড: ১০, পৃষ্ঠা: 87,
- মানাসিক, মোল্লা আলী কারী, পৃষ্ঠা: ১৫৫
- আলকুরা লিকাছিদি উম্মিল কুরা, পৃষ্ঠা: ৩৫৫
- গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১১৬
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৬
আনুষঙ্গিক ফতোয়া
- অসুস্থতার দরুন তাওয়াফে যিয়ারত সম্পন্ন করতে না পারলে করণীয়
- তাওয়াফে বিদা না করে দেশে চলে এলে করণীয়
- তাওয়াফের মধ্যবর্তী এক চক্করে ইসতিলাম করা ছেড়ে দিলে করণীয়
- হজ্জের ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব
- তাওয়াফে যিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এলে করণীয়
- তাওয়াফ অবস্থায় দৃষ্টি
- অসুস্থতার দরুন বসে নামাজ পড়তে না পারলে করণীয়
- তামাত্তু হজ্বের ইহরাম দ্বারা নফল তাওয়াফ করা