
প্রশ্ন
জনৈক ব্যক্তি আইয়ামে নহরের শেস দিন তাওয়াফে যিয়ারতের ছয় চক্কর করার পর সূর্য অস্তমিত হয়ে যাওয়ায় সপ্তম চক্করটি সে সূর্যাস্তের পর সম্পন্ন করে। জানার বিষয় হল, এ কারণে তাকে দম দিতে হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না। দম দিতে হবে না। তবে তার উপর একটি সদকা ওয়াজিব। অর্থাৎ একটি সদকাতুল ফিতরের সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। প্রকাশ থাকে যে, এ সদকা হারামের বাইরের এলাকায় যেমন এদেশের মিসকীনদেরও দেওয়া যাবে। তবে হারামের মিসকীনদেরকে দেওয়া উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৭৩
- মানাসিক, পৃষ্ঠা: ৩৯১
- আলমাসালেক, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৭৫
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৫৮
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬০৮
- যুবদাতুল মানাসিক, পৃষ্ঠা: ৩৭৪
আনুষঙ্গিক ফতোয়া
- তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে করণীয়
- অসুস্থতার দরুন তাওয়াফে যিয়ারত সম্পন্ন করতে না পারলে করণীয়
- তাওয়াফে যিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এলে করণীয়
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- দূর থেকে করর যিয়ারত করা
- তাওয়াফে বিদা না করে দেশে চলে এলে করণীয়
- ছয় চক্কর দিয়েই মাথা মুড়িয়ে হালাল হয়ে যাওয়া
- তাওয়াফের মধ্যবর্তী এক চক্করে ইসতিলাম করা ছেড়ে দিলে করণীয়