
প্রশ্ন
এক ব্যক্তি হজ্ব করতে গিয়েছিলেন, কিন্তু তাওয়াফে যিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এসেছেন। এখন তার করণীয় কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে তার কর্তব্য হল, নতুন করে কোনো ইহরাম করা ছাড়া পুনরায় মক্কা মুকাররমা গিয়ে তাওয়াফে যিয়ারত আদায় করা। এছাড়া তার কোনো গত্যন্ত নেই। আর ১২ যিলহজ্ব সূর্যাস্তের পূর্বে তাওয়াফটি আদায় না করার কারণে একটি জরিমানা দম আদায় করা তার উপর ওয়াজিব। উল্লেখ্য, তাওয়াফে যিয়ারত আদায় করার পূর্বে স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। মিলিত হয়ে থাকলে পৃথকভাবে আরো একটি জরিমানার দম আদায় করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আসল, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৯৬
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১৬
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৬৫
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৭০
- আলবাহরুল আমীক, খন্ড: ৩, পৃষ্ঠা: ১,৮৩৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ৩, পৃষ্ঠা: ২০
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৫৩
- মানাসিক, পৃষ্ঠা: ৩৪১
- গুনয়াতুন নাসিক, পৃষ্ঠা: ২৭০
আনুষঙ্গিক ফতোয়া
- তাওয়াফে বিদা না করে দেশে চলে এলে করণীয়
- অসুস্থতার দরুন তাওয়াফে যিয়ারত সম্পন্ন করতে না পারলে করণীয়
- হজ্জে কংকর নিক্ষেপ, কুরবানী ও মাথা মুণ্ডানোর ধারাবাহিকতা
- ঋতুস্রাব অবস্থায় তাওয়াফে যিয়ারত ও সাঈ করা
- ক্বিরান ও তামাত্তুকারীদের কুরবানী ব্যাংকের মাধ্যমে করা
- কবর যিয়ারত করার হুকুম কি
- দূর থেকে করর যিয়ারত করা
- এক মুহরিম ব্যক্তি অপর মুহরিম ব্যক্তির চুল কাটতে পারবে কি না