
প্রশ্ন
জনৈক মহিলা তাওয়াফ করার পর তার ঋতুস্রাব শুরু হয়ে যায়। ফলে সে এ অবস্থায় সাঈ করে নেয়। জানার বিষয় হল, তার সাঈ কি আদায় হয়েছে? সাঈর জন্য কি হায়েয থেকে পবিত্র হওয়া শর্ত?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঐ মহিলার সাঈ আদায় হয়ে গেছে। কেননা, সাঈর জন্য হায়েয থেকে পবিত্র হওয়া শর্ত নয়। নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, উম্মুল মুমিনীন আয়েশা ও উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহুমা বলতেন, কোনো মহিলার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং তৎপরবর্তী দু’ রাকাত নামায আদায় করার পর ঋতুস্রাব শুরু হয়ে গেলে সে যেন সাফা-মারওয়া সাঈ করে নেয়। (মুসান্নাফ ইবনে আবী শাইবা ৮/৪৪১) বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর রা. এবং অনেক জলীলুল কদর তাবেয়ীগণ এই মত পোষণ করেছেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৪১
- মাবসূত, সারাখসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৫১
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১৯
আনুষঙ্গিক ফতোয়া
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে করণীয়
- ঋতুস্রাব অবস্থায় তাওয়াফে যিয়ারত ও সাঈ করা
- তাওয়াফে বিদা না করে দেশে চলে এলে করণীয়
- ঋতুস্রাব হবে ভেবে রোজা ভেঙ্গে ফেলা
- ইতেকাফের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করনীয়
- ঋতুস্রাবের পূর্বে কাযা নামায
- তাওয়াফে যিয়ারত না করেই মাথা মুন্ডিয়ে হালাল হয়ে দেশে চলে এলে করণীয়