হজ্জ Fatwa Cover

তাওয়াফ অবস্থায় দৃষ্টি

ইসলামী জিন্দেগীহজ্জ


প্রশ্ন

তাওয়াফ করার সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাওয়াফ করার সময় কা’বার দিকে মুখ বা পিঠ করা ঠিক নয়। বরং সিজদার দিকে অর্থাৎ নীচের দিকে চোখের দৃষ্টি রেখে তাওয়াফ করা মুস্তাহাব। তবে হাজরে আসওয়াদ বা সেদিকে হতে কিংবা লাঠি ইত্যাদি উঠিয়ে চুম্বনের সময় কা’বার দিকে নযর করতে পারে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৭
  • মু’আল্লিমুল হুজ্জাজ, পৃষ্ঠা: ১৩০