
প্রশ্ন
রমাযান মাসে তারাবীহ নামাযে কুরআন শরীফ খতম করা কোন ধরনের সুন্নত?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
রমাযান মাসে তারাবীহের জামা‘আতে পবিত্র কুরআন শরীফ খতম করা সুন্নাতে মুআক্কাদাহ আলাল কিফায়া।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ৭, পৃষ্ঠা: ১৭৫
- দারুল উলুম, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৪৭
- ফাতাওয়া রশীদিয়া, পৃষ্ঠা: ৩৯৩
আনুষঙ্গিক ফতোয়া
- খতম তারাবীর বিনিময়ে হাদিয়া গ্রহণ
- মহিলাদের তারাবীর নামাযে ইমামতী
- তারাবির খতম শেষে সূরা বাকারার কিছু অংশ পড়া
- তারাবির ইমামতি করে বিনিময় গ্রহণ
- রোযা ও তারাবীহের সাওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ
- এক ইমামের দ্বারা খতম তারাবীহ পড়া
- তারাবীর নামাযে তারতীবের খেলাফ সুরা পরা
- তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া, ৪ রাকা‘আত পরপর প্রচলিত দু‘আ পড়া