
প্রশ্ন
অনেক মসজিদে তারাবীহ নামাযে ১০ রাকা‘আতের পরে হাফেজ সাহেব পরিবর্তন হয়। এটাই কি সহীহ পদ্ধতি? নাকি ১২ রাকা‘আতের পর পরিবর্তন করা উচিত?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
তারাবীহ নামাযে ১০ রাকা‘আতের পরে হাফেয পরিবর্তন করা মুস্তাহাবের খিলাফ। বরং পরিবর্তন করতে চাইলে, যে কোন চার রাকা‘আত শেষে আরাম করার পরে হাফিয বা ইমাম পরিবর্তন করবে। যেমনঃ ৮ রাকা‘আতের পর বা ১২ রাকা‘আতের পর প্রভৃতি।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ১১৬
- জাওয়াহিরুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২২
আনুষঙ্গিক ফতোয়া
- জামা‘আতের সাথে কিছু তারাবীহ ছু্টে গেলে বিতর কখন পড়বে?
- তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া, ৪ রাকা‘আত পরপর প্রচলিত দু‘আ পড়া
- তারাবীহ নামাযে মুক্তাদিগনের নিয়্যত করা
- তারাবীহ নামাযের শরয়ী হুকুম
- তারাবীহের সময়ে সুবহানা যিল মুলকি দু‘আটি পরার হুকুম কি?
- বা‘দাল জুম‘আ ছয় রাকা‘আত না চার রাকা‘আত
- তারাবীর নামাযে তারতীবের খেলাফ সুরা পরা
- তারাবীহের নামাযে কিরা‘আত পড়ার মুস্তাহাব তরীকা কি?