
প্রশ্ন
নামাযে মহিলাদের তাশাহহুদের জন্য বসার সুন্নাত তরীকা কি ? এ বিষয়ে বাংলা বেহেশতী যেওরে ‘পুরুষ ও মহিলাদের নামাযের পার্থক্য’ অধ্যায়ে যে বাম উরুর উপর ডান উরু এবং বাম নলার উপর ডান নলা রাখতে হবে বলা হয়েছে তার ব্যাখ্যা কি ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযের মধ্যে মহিলাদের তাশাহহুদের জন্য বসার সুন্নাত তরীকা হল, বাম নিতম্ব মাটিতে লাগিয়ে বসবে এবং উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিবে। যতদূর সম্ভব ডান রান বাম রানের উপর রাখবে অর্থাৎ উভয় রান একটা আরেকটার উপর না হলেও অন্ততঃ মিশে থাকবে। ডান নলা বাম নলার উপর রাখবে। বেহেশতী যেওরে যা লিখা আছে উপরোক্ত আলোচনা তারই ব্যাখ্যা।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৫
- মাজমু ‘আতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪২
- খোলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৪
- বেহেশতী যেওর উর্দু, খন্ড: ১১, পৃষ্ঠা: ৮৮৫
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে সূরা ফাতিহার স্থানে তাশহহুদ পড়া বা এর উল্টোটা করা
- ঘরে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া
- পুরুষ ও মহিলাদের নামাযের পার্থক্য
- ইমামের প্রথম ও শেষ বৈঠকে মাসবূক কি পড়বে?
- দুই রাকাত বিশিষ্ট নামাযে তাশাহুদের পর দাঁড়িয়ে গেলে করণীয়
- মুক্তাদীর জন্য তাশাহহুদ পড়া জরুরী কি-না ?
- নামাযের শেষ বৈঠকে শরীক হওয়া