নামায Fatwa Cover

তাহাজ্জুদ নামায জামাআতে পড়া

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

তাহাজ্জুদ নামায জামা‘আতে পড়া যায় কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে সব নামায জামা‘আত বন্দী হয়ে পড়ার কথা শরী‘আতে বলেছে, তা জামা‘আতের সাথে পড়া চাই। আর যে সমস্ত নামায একাকী পড়ার কথা বলা হয়েছে, সেগুলো একাকী পড়াই পরিপূর্ণ সাওয়াব প্রাপ্তির উপায় এবং আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনের সরল পথ। হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সুযোগ্য সাহাবায়ে কিরাম রা., তাবিয়ীন তাবি’তাবিয়ীনগণ অত্যন্ত গুরুত্ব সহকারে তাহাজ্জুদের নামায পড়েছেন এবং আমাদের জন্য চিরস্থায়ী সুন্নাত হিসেবে তার গুরুত্ব বর্ননা করেছেন। তবে তাঁরা কখনোও জামা‘আত বন্ধী হয়ে তাহাজ্জুদ পড়েছেন এমন কোন প্রমাণ আমাদের জানা মতে নেই। সুতরাং জামা‘আতের সাথে তাহাজ্জুদ পড়া উচিত নয়। তাহাজ্জুদ নামায একাকী পড়াই সুন্নাত তরীকা। যদি ঘটনা ক্রমে দু’তিন জন একত্রিত হয়ে জামা‘আতের সাথে তাহাজ্জুদ পড়ে ফেলে তাহলে মাকরূহ হবে না। আর যদি ৪/৫ জন মিলে ডাকাডাকি না করে জামা‘আত করে, বা ডাকাডাকি করে ২/৪ জন মিলে জামা‘আত করে, তাহলে উক্ত জামা‘আত ফুকাহায়ে কিরামের মতে মাকরূহ হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মাবসূত, খন্ড: , পৃষ্ঠা: ১৪৪
  • আল বাহরুর রায়িক,, খন্ড: , পৃষ্ঠা: ৬০৪
  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৮
  • বাদায়েউস সানায়ে,, খন্ড: , পৃষ্ঠা: ২৮০
  • রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৭
  • রশীদীয়া, পৃষ্ঠা: ২৯৬