
প্রশ্ন
তেলাওয়াতের সময় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নাম এলে তেলাওয়াত বন্ধ করে দরূদ পড়া উচিত নাকি তেলাওয়াত শেষ করে দরূদ পড়া উচিত? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরআন মজীদের আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাম এলে তৎক্ষণাৎ তেলাওয়াতকারী ও শ্রবণকারী কারো উপর দরূদ পড়া ওয়াজিব নয়। এক্ষেত্রে তেলাওয়াত চালিয়ে যাওয়াই নিয়ম। তবে তেলাওয়াত শেষে দরূদ পড়ে নেওয়া উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৫১৯
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩১৬
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪২২
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৭, পৃষ্ঠা: ৫১০
আনুষঙ্গিক ফতোয়া
- তিলাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম-এর নাম এলে দুরুদ পড়া
- নবীজী সাঃ কার উপর দরূদ পড়েন
- নামাযে হুযূর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর নাম পড়লে দরূদ পড়ার হুকুম
- এক ভন্ড পীরের উদ্ভট বিশ্বাসের জবাব
- ইসলাম ছাড়া অন্য কোন নামে সংগঠনের নাম রাখা শিরক
- বয়ানের সময় নবীজী সাঃ এর নাম শুনে দরূদ পড়া চলন্ত প্লেনে নামাযের সময় নির্ণয় এবং আরবী তারীখের সূচনালগ্ন বিষয়ক প্রশ্নের জবাব
- কুরআন তিলাওয়াতের সময় প্রচলিত ভুলসমূহ
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া