
দরূদে মাহী দরূদে লাখী দরূদে তাজ দুআয়ে গঞ্জুল আরশ ইত্যাদি দুআ দরূদ পড়ার হুকুম কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•জায়েয-নাজায়েয•
প্রশ্ন
দরূদে মাহী, দরূদে লাখী, দুআয়ে গঞ্জুল আরশ, দুআয়ে জামিলা, দুআয়ে উকাশা, আহাদনামা, দরূদে তাজ, দুআয়ে মুসতাজাব ইত্যাদি দরূদের হুকুম কি? এসব পড়ার হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উপরোক্ত দুআ ও দরূদের কোন অস্তিত্ব কুরআন ও হাদীসের কোথাও নেই। বাকি কিছু শব্দ কুরআন ও হাদীসে রয়েছে। আর কিছু বিষয় যার অর্থ সঠিক। কিন্তু কিছু কিছু কথা রয়েছে যা ইসলামী শরীয়তের মূলনীতি পরিপন্থী। তাই এসব পড়া উচিত হবে না। হাদীসে বর্ণিত দুআ ও দরূদ পড়াই নিরাপদ।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- আযানের পর দুরুদ পড়া
- দরূদে হাজারী নামে কোন দরূদের কোন অস্তিত্ব আছে কি
- ইমামের সালাম ফেরানোর আগেই মুক্তাদির তাশাহহুদ, দরূদ ও দুআ সমাপ্ত হয়ে গেলে করণীয়
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া
- নবীজী সাঃ কার উপর দরূদ পড়েন
- দরূদ ও দুআয়ে মাসুরা পড়ার আগেই ইমাম সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ ও দুআয়ে মাসুরা পড়ে ফেললে হুকুম কি