
প্রশ্ন
তারাবীর নামাজের সময় শেষ বৈঠক এ প্রায় এরকম হয় যে দুরুদ ও দুয়া মাসুরা শেষ করার আগেই ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি দুয়া শেষ করে সালাম ফিরাবো নাকি যেটুকু পড়েছি সেটুকু পরেই ইমাম সাহেব এর সাথে সাথে সালাম ফিরাবো?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযে দরূদ ও দুয়ায়ে মাসুরা পড়া সুন্নত। আর ইমামের ইক্তিদা করা ওয়াজিব। তবে তাশাহুদ পড়া ওয়াজিব। তাই তাশাহুদ শেষ করার আগেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেও তাশাহুদ পড়েই মুক্তাদী সালাম ফিরাবে। কিন্তু দুআয়ে মাসুরা আর দরূদ যেহেতু সুন্নত আর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই সুন্নত ছেড়ে ওয়াজিব পালন করতে হবে। অর্থাৎ ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬৫
আনুষঙ্গিক ফতোয়া
- ইমামের সালাম ফেরানোর আগেই মুক্তাদির তাশাহহুদ, দরূদ ও দুআ সমাপ্ত হয়ে গেলে করণীয়
- দরূদে মাহী দরূদে লাখী দরূদে তাজ দুআয়ে গঞ্জুল আরশ ইত্যাদি দুআ দরূদ পড়ার হুকুম কি
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ ও দুআয়ে মাসুরা পড়ে ফেললে হুকুম কি
- মাসবূক ভুলবশতঃ ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া
- দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়া
- সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়ে ফেললে
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া