
প্রশ্ন
আমার একটি দাঁত নষ্ট হয়ে যাওয়ার কারণে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দাঁতে ক্যাপ ব্যবহার করতে বলেন। আমার জিজ্ঞাসা হল, আমি দাঁতে সোনার ক্যাপ ব্যবহার করতে পারব কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করতে পারবেন। এটি নাজায়েয নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩১৬
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৮, পৃষ্ঠা: ৫১
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৮৬
- আলমাজমূ, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩২৭
- মুসনাদে বাযযার, মাজমাউয যাওয়ায়েদ, হাদীস নম্বর: ৮,৭১৩