
প্রশ্ন
গত বছর আব্বা ও আম্মাকে নিয়ে হজ্বে গিয়েছিলাম। আব্বা অনেক বৃদ্ধ হয়ে গেছেন। মুআল্লিম সাহেব হজ্বের নিয়মাবলী বলে দেওয়ার পরও আব্বা অনেক কিছু ভুলে গিয়েছিলেন। ১০ তারিখ কংকর মারার সময় আব্বা দুটি কংকর একসাথে মেরেছিলেন। মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, কংকর মারার সময় যদি দুইটি বা তিনটি কংকর একসাথে নিক্ষেপ করে ফেলে তাহলে করণীয় কী? এটার কারণে কোনো জরিমানা আসবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জামরায় কংকর মারার সময় প্রত্যেক কংকর পৃথকভাবে নিক্ষেপ করা আবশ্যক। একাধিক কংকর একত্রে নিক্ষেপ করলে একটি কংকর মারা হয়েছে বলে ধর্তব্য হয়। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আব্বা যেহেতু একসাথে দুইটি কংকর নিক্ষেপ করেছেন, তাই এ দুটি মিলে একটি কংকর মারা হয়েছে বলে ধর্তব্য হবে। এক্ষেত্রে তার করণীয় ছিল, আরো একটি কংকর নিক্ষেপ করা। কিন্তু তিনি যদি এমনটি না করে থাকেন, তাহলে তাকে এজন্য একটি ফিতরা পরিমাণ সদকা আদায় করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমাবসূত, সারাখসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৬৬
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৩২৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৪৩
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫৩০
- আলবাহরুল আমীক, খন্ড: ৩, পৃষ্ঠা: ১,৬৭৬
- গুনয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১৮৭
আনুষঙ্গিক ফতোয়া
- ওজনের কারণে কংকর নিক্ষেপ করতে না পারলে করণীয়
- কংকর নিক্ষেপ করে ১২ই যিলহজ্জ মক্কা প্রত্যাবর্তন
- মেয়েদের মিনা থেকে মক্কা প্রত্যাবর্তন
- অন্যকে দিয়ে রমী করানো ও সূর্যোদয়ের পূর্বে বা সূর্য ডোবার পরে রমী করা
- একাধিক মাইয়্যেতের জানাযা একত্রে পড়া
- কবরে রাখার দুআ ও কবরস্ত করার পর দুআর প্রমাণ
- গুই সাপ খাওয়া জায়েজ কিনা?
- সূরা হাশরের শেষ তিন আয়াতের ফযীলত কি প্রমাণিত