
প্রশ্ন
নাঈম আমার খালাতো ভাই। আমার আম্মু অসুস্থ থাকার কারণে ছোটকালে দীর্ঘদিন আমি এই খালার দুধ পান করেছি। এখন নাঈম আমার আপন ছোট বোনকে বিয়ে করতে চায়। তার জন্য কি আমার ছোট বোনকে বিয়ে করা বৈধ হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, নাঈমের জন্য আপনার ছোট বোনকে বিবাহ করা জায়েয। কেননা আপনি নাঈমের মায়ের দুধ পান করার কারণে আপনার বোনের সাথে নাঈমের দুধ সম্পর্ক হয়নি।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪০০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ৩, পৃষ্ঠা: ২২৭
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ২১৭
আনুষঙ্গিক ফতোয়া
- দুধ-ফুফুকে বিবাহ করা
- দুধ-মা'র স্বামী কখন দুধ-পিতা বলে গণ্য হবে এবং কখন হবে না?
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- ছেলে থাকা অবস্থায় মৃতের ভাই-বোনের মেয়েরা কি সম্পদের ভাগ পাবে
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- স্ত্রীর বোনকে বিবাহ করা
- সৎমায়ের আপন বোনকে (খালাকে) বিবাহ করা