
প্রশ্ন
জনৈকা মহিলা ইন্তেকালের সময় ওয়ারিশ বলতে শুধু দু’জন ভাই ও একজন দুধ মেয়ে রেখে যান। আমাদের জানার বিষয় হল, দুধ মেয়ে ওয়ারিশ হিসেবে ঐ মহিলার কোনো সম্পত্তি পাবে কি না? কেউ বলছে পাবে আবার কেউ বলছে পাবে না। এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাচ্ছি।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
দুধ সম্পর্কীয় আত্মীয়স্বজন মীরাস পায় না। তাই দুধ মেয়ে উক্ত মৃতের রেখে যাওয়া সম্পদের কোনো হিস্যা পাবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২৩, পৃষ্ঠা: ২৮৩
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৮৮
- হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৭০
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৭৬২
আনুষঙ্গিক ফতোয়া
- দুধ-ফুফুকে বিবাহ করা
- মিরাসে পালকপুত্রের অংশিদারীত্ব
- দুধ-মা'র স্বামী কখন দুধ-পিতা বলে গণ্য হবে এবং কখন হবে না?
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- মীরাস বন্টন না হওয়া অবস্থায় কুরবানী পদ্ধতি
- এক সন্তানকে মৌখিকভাবে দিয়ে দেওয়া সম্পত্তি মিরাসে বন্টন
- মিরাসে পাওয়া সম্পদের উপর যাকাত
- বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সর্বোচ্চ সময়