
প্রশ্ন
একজন বলল যে, নখ বড় থাকলে অযু সহীহ হয় না। এ কথা কি ঠিক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, এ কথা ঠিক নয়। কেননা নখ বড় থাকা সত্ত্বেও যদি নখের গোড়ায় পানি পৌঁছে যায় তাহলে অযু সহীহ হয়ে যাবে। তবে নখ বড় হওয়ার কারণে তাতে আটা বা ময়লা জমে থাকার কারণে যদি নখের গোড়ায় পানি না পৌঁছে তাহলে অযু সহীহ হবে না। উল্লেখ্য, নখ বড় রাখা সুন্নতের খেলাফ। তাই নিয়মিত নখ কেটে ছোট করে রাখতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২২
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬৩
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৯০
- মারাকিল ফালাহ, পৃষ্ঠা: ৩৫
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩
আনুষঙ্গিক ফতোয়া
- অজু করতে গেলে জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে করণীয়
- বাসে বসে ঘুমালে অজু ভাঙবে কিনা
- ওযু-গোসলের ক্ষেত্রে ব্যান্ডেজ থাকলে করণীয়
- অজু করার অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করবে
- তাওয়াফ অবস্থায় অযু চলে গেলে করণীয়
- পাত্র থেকে কব্জি পর্যন্ত হাত ডুবিয়ে পানি নিয়ে অজু করা
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- জানাযার জন্য করা ওযু দ্বারা নামাজ আদায় করা