সিরাত ও ইতিহাস Fatwa Cover

নবীজী সাঃ কার উপর দরূদ পড়েন

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস


প্রশ্ন

আমরা তো নবীর উপর দুরুদ পড়ি কিন্তু নবী কার উপর দুরুদ পড়েন?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

দরূদকে আরবীতে সালাত বলা হয়। সালাত শব্দের একাধিক অর্থ এসেছে কুরআন ও হাদীসে। এক আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন- اقيموا الصلاة তথা সালাত কায়েম কর। আরেক আয়াতে বলেছেন-إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ • নিশ্চয় আল্লাহ তায়ালা এবং ফেরেস্তারা নবীজীর উপর সালাত পড়ে। এই আয়াতের শেষাংশে এসেছে-يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا • হে মুমিনরা তোমরাও তাঁর উপর সালাত পড় এবং তাঁকে সালাম জানাও। (সূরা আহযাব-৫৬) এই সকল স্থানে লক্ষ্য করুন- “সালাত” শব্দটির দিকে। তিনটি স্থানে সালাত এসেছে। এই তিন স্থানের সালাত শব্দের ৪টি অর্থ। প্রথম অংশে সালাত দ্বারা উদ্দেশ্য হল “নামায”অর্থাৎ আল্লাহ তায়ালা আমাদের নির্দেশ দিলেন যে, তোমরা নামায কায়েম কর। (সূরা বাকারা-৪৩) আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তায়ালা ও তার ফেরেস্তারা নবীজী সা. এর উপর সালাত পড়েন মানে হল-আল্লাহ তায়ালা নবীজী সা. এর উপর রহমত পাঠান, আর ফেরেস্তারা নবীজী সা. এর উপর সালাত পড়েন, মানে হল, ফেরেস্তাগণ রাসূল সা. এর জন্য মাগফিরাতের দুআ করেন। আর তৃতীয় আয়াতাংশে “সালাত” দ্বারা উদ্দেশ্য হল উম্মতরা যেন নবীজী সা. এর উপর দরূদ পাঠ করেন। الكليات معجم في المصطلحات والفروق اللغوية ـ لأيوب بن موسى الحسيني القريمي الكفوي • সালাত সম্পর্কিত উপরোক্ত আলোচনা বুঝে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন, রাসূল সা. কার উপর সালাত পড়ছেন? নিশ্চয় নিজের উপরই দরূদ পড়েন। কারণ, রাসূল সা. নামাযে যখন দরূদ শরীফে পড়ছেন- اللَّهُمَّ صَلَّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ • অনুবাদ- হে আল্লাহ! তুমি মুহাম্মদ সা. এর উপর এবং তার পরিবারবর্গের উপর রহমত পাঠাও, যেমনিভাবে ইবরাহীম আঃ এর উপর রহমাত পাঠিয়েছো। আর মুহাম্মদ সা. এবং তার পরিবারবর্গের উপর বরকত নাজিল কর, যেমন হযরত ইবরাহীম আঃ এর উপর বরকত নাজিল করেছিলে। নিশ্চয় এবার বিষয়টি পরিস্কার হয়েছে যে, রাসূল সা. দরূদ পড়লে কোন সমস্যা নেই। রাসূল সা. নিজের উপর আল্লাহ তাআলা যেন রহমাত বর্ষন করেন, সেই দুআ তিনি দরূদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে করে থাকেন। তাই রাসূল সা. কার উপর দরূদ পড়েন? এমন প্রশ্ন করাটার আর যৌক্তিকতা বাকি থাকে না।

- والله اعلم باالصواب -