
প্রশ্ন
কয়েকদিন হল আমার সর্দি লেগেছে। এক পর্যায়ে সর্দি ঘন ও শক্ত হয়ে যায়। মাঝে মাঝে ঘণ ও শক্ত সর্দির সাথে জমাট রক্ত বের হয়। এতে আমার অযু ভাঙ্গবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নাক দিয়ে জমাট রক্ত বের হলে অযু ভাঙ্গে না। সুতরাং সর্দির সাথে জমাট রক্ত বের হলেও অযু নষ্ট হবে না।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে
- নামায আদায় করা অবস্থায় দাঁতের গোঁড়া দিয়ে রক্ত বের হলে
- চিল্লায় বের হলে মুসাফির না মুকিম থাকবে
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না
- অজু করার অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করবে
- আমি কাকে ছেড়ে থাকব আমার মা বাবাকে নাকি আমার স্ত্রী কে
- ইসলাম ছাড়া অন্য কোন নামে সংগঠনের নাম রাখা শিরক
- ঋণ থাকলে কি যাকাত আবশ্যক হয় না