বন্ধক আমানত Fatwa Cover

নাবালক সন্তানের টাকা ব্যাবহার করা

মাসিক আল কাউসারবন্ধক আমানত


প্রশ্ন

আমার ছোট ছেলের কিছু টাকা আমার নিকট আছে। যা একটি একাউন্টে রাখা হয়েছে। বর্তমানে তার বয়স ৪। এ মুহূর্তে তার টাকার কোনো জরুরত নেই। কেননা তার সব খরচ আমাদের উপর। এক্ষেত্রে আমার জিজ্ঞাসা হল, আমি তার টাকা ঋণ হিসেবে ব্যবহার করতে পারব কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নাবালেগ সন্তানের টাকা পিতার জন্য ঋণ হিসেবে ব্যবহার করা বৈধ। তাই আপনি ঐ ছেলের টাকা ঋণ হিসেবে ব্যবহার করতে পারবেন।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফয়যুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৫০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪০৫
  • জামিউ আহকামিস সীগার, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮
  • আলবিনায়াহ, খন্ড: ১১, পৃষ্ঠা: ২৭৭