নামায Fatwa Cover

নাবালেগ শিশুদের নিয়ে নামাযের জামা‘আত করা

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

নাবালিগ ছেলেমেয়েদের নিয়ে জামা’আত পড়লে জামা‘আত সহীহ্ হবে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জুম‘আর নামায ব্যতীত অন্য নামাযে শুধু নাবালেগকে নিয়ে জামা‘আত করলে সহীহ হবে এবং জামা‘আতের ফযীলতও পাওয়া যাবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আল আশবাহ্ ওয়ান নাযায়ির, খন্ড: , পৃষ্ঠা: ৩০৭
  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৫৩
  • ফাতাওয়া দারূল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪২