
প্রশ্ন
এক ব্যক্তি নামাযে দ্বিতীয় রাকাতে ফাতেহা না পড়ে ভুলে সূরার ৩-৪ আয়াত পড়ে ফেলেছে। এ সময় তার স্মরণ হয়েছে যে, ফাতেহা পড়া হয়নি। এখন তার কী করণীয়? এ ভুলের জন্য কি সিজদায়ে সাহু দিতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এক্ষেত্রে স্মরণ হওয়ামাত্র সে সূরা ফাতেহা পড়বে। তারপর সূরা মিলাবে এবং এ ভুলের জন্য সিজদায়ে সাহু করবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০৯
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৩৮
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৬
- আসসিআয়াহ, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩০
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১২১
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৪৭১
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭১
আনুষঙ্গিক ফতোয়া
- সূরা পড়তে গিয়ে ভুলে গেলে
- সূরা ফাতিহার পর সূরা মিলাতে ভুলে গেলে করণীয়
- নামাযে সূরা ফাতিহার স্থানে তাশহহুদ পড়া বা এর উল্টোটা করা
- নামাযে সূরা মিলানো
- নামাযে সূরায়ে ফাতিহা দোহরিয়ে পড়লে সিজদায়ে সাহু
- ফরজ নামাযের দ্বিতীয় রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে তৃতীয় রাকাতে মিলিয়ে নেওয়া
- একই সূরা একই নামাযে বার বার পড়া
- সূরা ফালাক এবং সূরা নাসের শানে নুযূল