
প্রশ্ন
আমাদের এলাকায় এক ব্যক্তির দাড়ি নাড়ানো অভ্যাস। প্রায় সময় সে দাড়ি নাড়াচাড়া করে। নামাযের মধ্যেও মাঝে মধ্যে অভ্যাসগত কারণে দাড়িতে চলে যায়। অবশ্য তিনি এ জন্য এক হাতই ব্যবহার করে থাকেন। জানতে চাই, এ কারণে তার নামাযের কোনো ক্ষতি হবে কি? আর তার জন্য কী করণীয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযে খুশ-খুযু তথা নামাযের প্রতি পূর্ণ নিবিষ্টচিত্ত থাকা জরুরি। কুরআন মজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, (তরজমা) মুমিনগণ সফলকাম, যারা নিজেদের সালাতে বিনয়-নম্র।’ (সূরা মুমিনুনঃ ১-২) হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামায অবস্থায় দাড়ি নিয়ে খেলা করতে দেখে ইরশাদ করেন-যদি তার অন্তর নিবিষ্ট থাকত তবে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলোও নিবিষ্ট হত। (মুসান্নাফ আবদুর রাযযাক ২/২৬৩) সুতরাং নামায অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া হাত, অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া করা থেকে বিরত থাকা কর্তব্য। নামায অবস্থায় অযথা দাড়িতে হাত দেওয়া মাকরূহ। তাই এ অভ্যাস ত্যাগ করা জরুরি।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬৩
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৫০৩
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৫
- শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৪৪১
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৯
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৭
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৬২৪
- সূরা: মুমিনুন, আয়াত: ১
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- বাম হাতে পানি পান করা
- নামাযে আঙ্গুল নাড়াচাড়া করা
- পাত্র থেকে কব্জি পর্যন্ত হাত ডুবিয়ে পানি নিয়ে অজু করা
- সিজদার মাঝে উভয় পা খাড়া রাখা
- সুন্নাত তরীকার খেলাফ নামায পড়া
- সিজদারত অবস্থায় দুই পা মাটি থেকে উঠে গেলে নামাজ সহীহ হবে কি না।
- ভাল পানিতে ব্যবহৃত পানি পড়লে তার হুকুম