
প্রশ্ন
জনৈক ব্যক্তি একাকী নামায পড়ার নিয়তে নামায শুরু করার পর এক ব্যক্তি এসে তার পিছনে ইকতিদা করে ও তার সাথে নামায শেষ করে। প্রশ্ন হল, ঐ ব্যক্তি ইমামতির নিয়ত না করলে মুকতাদির নামায সহীহ হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, ইমামতির নিয়ত না করলেও ঐ মুকতাদীর নামায সহীহ হয়েছে। কারণ ইকতিদা সহীহ হওয়ার জন্য ইমামতির নিয়ত জরুরি নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ২৫১
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮৩
- হাশিয়া তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১২১
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪২৪
আনুষঙ্গিক ফতোয়া
- মুক্তাদীদের নামাযের হিসাব ও ইমামতের নিয়ত
- ইমামতীর জন্য শর্ত
- নামাযকে অপ্রয়োজনীয় সাব্যস্তকারী এবং বিলাসী জীপন যাপনকারীকে যাকাত প্রদান
- ইমামতীর বেশী হকদার কে ?
- তাকবীরে তাহরীমার মুহূর্তে নামাজের নিয়ত না করা
- তারাবির ইমামতি করে বিনিময় গ্রহণ
- একাকী নামায আদায়কারী ব্যক্তির পেছনে এসে কেউ ইক্তিদা করলে করনীয়
- ইমামতীর হকদার বিষয়ে ফিক্বহে হানাফীর কিতাবের ইবারতের উপর উত্থাপিত প্রশ্নের জবাব