
প্রশ্ন
নামাজে বসা অবস্থায় দৃষ্টি কোথায় থাকবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযে বসা অবস্থায় কোলের দিকে দৃষ্টি রাখা মুস্তাহাব।
- والله اعلم باالصواب -
সুত্র
- حاشية الطحطاوى على مراقى الفلاح, পৃষ্ঠা: ২৭৭
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে কুরআন তিলাওয়াতে আজেবাজে চিন্তা আসলে করণীয়
- কবরের গভীরতা ও বাঁশের উচ্চতা
- ট্রেনে, বাসে ও লঞ্চে নামায আদায়ের পদ্ধতি
- পঞ্চেগানা মসজিদে এতেকাফে বসা
- বাসে বসে ঘুমালে অজু ভাঙবে কিনা
- "চিল্লাবানা, চিল্লাইলে আর বউ থাকবা না" বলার পরও স্ত্রী চিৎকার-চেচামেচি করলে তালাক হবে কি
- নামায অবস্থায় সতর খুলে যাওয়া
- নামাযী ব্যক্তির দিকে মুখ করে বসা