
প্রশ্ন
নামায শুদ্ধ হওয়ার জন্য বড় ১টি আয়াত কি পূর্ণ হতে হবে?নাকি ছোট ৩ আয়াত পরিমাণ হলেই হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাজ শুদ্ধ হওয়ার জন্য সূরা ফাতিহার পর ছোট তিন আয়াত বা তার সমপরিমাণ একটি বড় আয়াত তেলাওয়াত করা শর্ত। ছোট তিন আয়াত দ্বারা উদ্দেশ্য- ثُمَّ نَظَرَ․ ثُمَّ عَبَسَ وَبَسَرَ․ ثُمَّ اَدْبَرَ وَاسْتَکْبَرَ পরিমাণ আয়াত। (দুররে মুখতার) সুতরাং প্রশ্নোক্ত উভয় সুরতেই নামাজ সহীহ হবে।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক তথ্য
: মুফতি আব্দুর রহমান আব্দে রাব্বি
ফতোয়া প্রদানের তারিখ:
আনুষঙ্গিক ফতোয়া
- ইমামের কেরাত অশুদ্ধ হলে করণীয়
- নামাযে কেরাত অশুদ্ধ পড়ার হুকুম
- তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল ও কিসারে মুফাসসাল এবং নামাজে কিরাতের ধারাবাহিকতা
- অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়া
- হালাল হওয়ার জন্য মহিলাদের চুল কাটার পরিমান
- অশুদ্ধ পড়েন এমন ইমামের পিছনে শুদ্ধ পড়নেওয়ালার নামাযের হুকুম
- ফাসিক ও অশুদ্ধ কিরাত পাঠকারীর পিছনে ইক্তিদা করার হুকুম কী
- একাকী নামায আদায়কারীর পিছনে ইকতিদা