নামায Fatwa Cover

নামাযের কাফফারা বিশ্বাস না করলে

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

কোন লোক যদি নামাযের কাফফারাকে বিশ্বাস না করে তাহলে তার কি ধরনের ‍গুনাহ হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের কাফফারা যেহেতু কুরআন হাদীস দ্বারা প্রমাণিত নয়, বরং রোযার কাফফারার উপর কিয়াস করে নির্ধারণ করা হয়েছে তাই এটা কেউ অস্বীকার করলে তাকে কাফের বলা যাবে না। এটা যেহেতু শরী‘আতের একটি বিধান এবং ইবাদত, তাই সে ব্যক্তি গুণাহগার ও পথভ্রষ্ট বলে গণ্য হবে। এজন্য তার তাওবা করা উচিত।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৮
  • আযীযুল ফাতাওয়া, পৃষ্ঠা: ২৫২
  • ফাতাওয়ায়ে মাহমূদিয়া, খন্ড: ১০, পৃষ্ঠা: ৯২
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৬