
প্রশ্ন
শীতকালে কিছু মুসল্লীকে দেখা যায়, নামাযের মধ্যে দাঁড়ানো অবস্থায় গায়ের চাদর পড়ে গেলে এমনভাবে চাদর পরেন যে, সিনা কেবলার দিক থেকে ফিরে যায়। তাদের নামাযের হুকুম কী? কতুটুকু ফিরার কারণে নামা ভেঙ্গে যাবে? প্রমাণসহ জানতে চাই।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযের হালতে সিনা কিবলার দিক থেকে সামান্য ফিরে গেলে নামায ফাসেদ হয় না। আর নামাযী ব্যক্তি যদি সঠিকভাবে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে চাদর ঠিক করতে গিয়ে সীনা যে পরিমাণ ঘুরে তা সাধারণত খুব সামান্য হয়ে থাকে। এর দ্বারা নামায ফাসেদ হবে না। কিন্তু যদি চাদর ঠিক করতে গিয়ে সীনা কিবলা থেকে এত বেশি ঘুরে যায় যে, সীনা কিবলা থেকে ৪৫ ডিগ্রির চেয়ে বেশি উত্তর বা দক্ষিণ দিকে চলে আসে তাহলে এ অবস্থায় তিন তাসবীহ পরিমাণ সময় অতিবাহিত হলে নামায ফাসেদ হয়ে যাবে। এর চেয়ে কম সময় হলে নামায নষ্ট হবে না। উল্লেখ্য যে, নামায শুরু করার পূর্বেই গায়ের চাদর এমনভাবে পরে নেওয়া উচিত যেন তা নামাযের মধ্যে পড়ে না যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৬২৬
- হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১৭৭
- আলফাতাওয়াল খাইরিয়্যাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩১৫
আনুষঙ্গিক ফতোয়া
- নামাজী ব্যক্তির সামনে দিয়ে চলাচল সংক্রান্ত
- হজ্জে কিরানে চাদর ব্যবহার
- সুন্নাত তরীকার খেলাফ নামায পড়া
- চাকর-চাকরানীকে কোরবানীর গোস্ত খাওয়ানো
- পাগড়ি বাঁধার সুন্নত তরীকা কি
- ইহরাম অবস্থায় হাত, পা ও চেহারা চাদর দিয়ে ঢেকে ঘুমানো
- মৃত অবস্থায় জন্ম বা জন্মের পর মৃত্যুতে জানাযা ও দাফন-কাফন
- পর্দার বিধান ও চেহারা ঢেকে রাখা