
প্রশ্ন
নামাযের দুআ মাছুরা আরবীতে না পড়ে বাংলায় এর অর্থটা পড়া যাবে কি এবং এতে নামাযের কোনো ক্ষতি হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামাযের সকল দুআ ও যিকির আরবীতে পড়া জরুরি। অন্য ভাষায় পড়া মাকরূহ তাহরিমী। তাই নামাযে দুআ মাছুরার বাংলা অর্থ পড়া যাবে না; আরবী দুআই পড়তে হবে। বড় দুআ পড়তে না পারলে ছোট কোনো দুআ পড়বে। আর সম্ভব হলে নির্ধারিত দুআ মাছুরাটি মুখস্থ করে নিবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আসল, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৫২১
- আহকামুন নাফাইস ফী আদাইল আযকার বিলিসানিল ফারিস (মাজমুআতু রাসায়িলিল লাখনভী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৩৬
আনুষঙ্গিক ফতোয়া
- দরূদ ও দুআয়ে মাসুরা পড়ার আগেই ইমাম সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি
- দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়া
- নফল নামাযে সিজদায় বাংলায় দু‘আ করা জায়িয কি-না?
- মাছ শিকার করার জন্য যৌথভাবে জাল ক্রয় করা
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া
- বড়শিতে কেঁচো বা মাছ বিদ্ধ করে মাছ শিকার
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ ও দুআয়ে মাসুরা পড়ে ফেললে হুকুম কি
- নামাযে দোয়ায়ে কুনূত উচ্চ স্বরে পড়া