
প্রশ্ন
একজন মুসল্লী দাঁড়িয়ে নামায পড়ছেন। হঠাৎ তার পায়ে একটি মশা কামড় দেয়। সহ্য করতে না পেরে তিনি দাঁড়ানো থেকে ঝুঁকে মশাটি মেরেছেন। এতে কি তার নামায ভেঙ্গে গেছে? অনুগ্রহ করে দলিলসহ সঠিক সমাধান দিয়ে চিন্তামুক্ত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ লোকাটির নামায নষ্ট হয়নি। তবে দাঁড়ানো থেকে এভাবে ঝুঁকে পড়া ঠিক নয়। ইচ্ছা করলে অন্যভাবেও মশাটি তাড়ানো যেত।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৫৩
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ২১৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৫২
- হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১৯৫
- ইলাউস সুনান, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৫১
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- মহিলা মানুষ মারা গেলে কি তাদেরকে দেখা যাবে
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- নামাযে কুরআন তিলাওয়াতে আজেবাজে চিন্তা আসলে করণীয়
- ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ আছে কি
- সুন্নাত তরীকার খেলাফ নামায পড়া
- সিজদারত অবস্থায় মাটি থেকে পা উঠে যাওয়া
- নামাযে বাজে চিন্তা আসলে করণীয় কী নামাযরত অবস্থায় ওজু চলে গেছে মনে হলে কী করবে