
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পবিত্র কুরআনের যে আয়াতে বলা হয়েছে নামায যাবতীয় অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে, সে আয়াতেই কিভাবে নামায আদায় করলে নামায অশ্লীল কাজ থেকে বিরত রাখবে তাও বর্ণনা করা হয়েছে। বস্তুতঃ নামায তখনই অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, যখন নামায কুরআনের নির্দেশ অনুযায়ী হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাহেরী ও বাতিনী আহকাম পালন করতঃ নামায আদায় করেছেন এবং সারা জীবন মৌখিকভাবে শিক্ষা দানও করেছেন, তদ্রুপ নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম –এর পূর্ণ সুন্নাত অনুযায়ী নামায আদায় করতে হবে। যে ব্যক্তি এমনভাবে নামায আদায় করবে, সে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সৎকর্মের তাওফীক প্রাপ্ত হবে এবং যাবতীয় গোনাহর কাজ থেকে বেঁচে থাকার তাওফীক পাবে। যেমনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কে উক্ত আয়াতের তাফসীর জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন যে, যে ব্যক্তিকে তার নামায অশ্লীল ও গর্হিত কর্ম থেকে বিরত রাখে না, তার নামায প্রকৃত নামাযই নয়। এখন আমরা নিজেদের নামায হুবহু সুন্নাত অনুযায়ী হয়েছে কি-না এবং খুশু-খুযুর সাথে হয়েছে কি-না, তা যাচাই করে দেখতে পারি। তাহলেই বুঝা যাবে আসল ব্যাপারটা কি? পঙ্গু নামায দ্বারা আমরা কিভাবে আশা করতে পারি যে, আমাদের নামায আমাদেরকে যাবতীয় পাপাচার ও অশ্লীল কাজ থেকে বিরত রাখবে! বর্তমানে মুজাদ্দিদে মিল্লাত হযরত থানবী রহ. এর প্রতিষ্ঠিত মজলিসে দাওয়াতুল হকের মাধ্যেমে নামাযের আমলী মশক (ট্রেনিং) দ্বারা নামাযকে সুন্নাত অনুযায়ী আদায় করার প্রচেষ্টা চলছে। আমরা উক্ত মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে নামায, আযান ও ইক্বামত ঠিক করে নিতে পারি। তাহলে আমাদের নামায আমাদেরকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখবে বলে আশা করা যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাফসীরে রুহল মা’আনী, খন্ড: ১১, পৃষ্ঠা: ২৪৩
- তাফসীরে কাবীর, খন্ড: ২৫, পৃষ্ঠা: ৭২
- মা’আরিফুল কুরআন, খন্ড: ৬, পৃষ্ঠা: ৬৯৫
আনুষঙ্গিক ফতোয়া
- সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সিজদা করা
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- চলন্ত ট্রেনে নামায আদায়ের নিয়ম
- ফরয নামাযের পর সুন্নাত আদায়ে বিলম্ব করা
- মসজিদ ছেড়ে খানকায় নামায আদায়
- আসর নামাযের কাযা ফজর নামাযের আগে আদাই করা যাবে আসর নামাযের কাযা কি মাগরিব নামাযের আগে আদায় করা যাবে
- কসর নামাযের কাযা আদায়
- মহিলার ইমামতীতে নামায আদায়