
প্রশ্ন
জনৈক ব্যক্তি যোহরের নামায আদায় করেন। সালাম ফিরানোর পর তার পাশে নামায আদায়কারী ব্যক্তি তাকে বলল, আপনি তিন রাকাত পড়েছেন। তখন তিনি বললেন, না। আমি চার রাকাতই পড়েছি। নিজের কথার উপর এখনও অসুস্থ। জানতে চাই, তিনি এখন নিজের উপর ভরসা করবেন, নাকি ঐ ব্যক্তির কথা অনুযায়ী আমল করবেন?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ ব্যক্তির কথা শোনার পরও যদি নিজের কথা অর্থাৎ চার রাকাত পড়া হয়েছে-এ ধারণাই প্রবল থাকে তাহলে নামায পরিপূর্ণ হয়েছে বলেই গণ্য হবে। এক্ষেত্রে ঐ ব্যক্তির কথা ধর্তব্য হবে না এবং তদনুযায়ী আমল করাও জরুরি হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৪
- হাশিয়াতুত্ত্বাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ২৫৯
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩১
আনুষঙ্গিক ফতোয়া
- তারাবীহের নামাযে প্রথম বৈঠকে না বসে এক সাথে চার রাকাত পড়ে ফেললে কি করণীয়
- তারাবীর নামাযে দ্বিতীয় রাকাতের পর দাঁড়িয়ে গেলে করনীয়
- সফর অবস্থায় কোন নামায কত রাকাত পড়বে
- তারাবির নামাজের রাকাতের সঠিক সংখ্যা
- মুসাফিরের নামাযে ভুলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে করণীয়
- ইমামের সাথে মাগরিব নামাজ এক রাকাত পাওয়ার পর ভুলে দ্বিতীয় রাকাতে না বসলে
- জামাত অর্ধেক হবার পর নামাযে শরীক হলে বাকি নামায কিভাবে পূর্ণ করবে
- চার রাকাত নামাযের নিয়ত করে করে দুই রাকাত আদায়