
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনার ভাইয়ের উপর হজ্জ ফরয হওয়ার পর তিনি হজ্জের ওসীয়্যত করেন এবং টাকা রেখে গিয়ে নিজের যিম্মাদারী আদায় করেছেন। সুতারং তার পক্ষে থেকে বদলী হজ্জ আদায় করা জরুরী। জেনে রাখা দরকার যে, যার উপর হ্জ্জ ফরয় হয়নি, তার জন্য অন্যের পক্ষ থেকে বদলী হজ্জ আদায় করা জায়িয আছে। এক্ষেত্রে যদিও মক্কায় প্রবেশের দ্বারা তার উপর হজ্জ ফরয় হওয়ার কথা। কিন্তু যেহেতু সে অন্য ব্যক্তির খরচে সে ব্যক্তির হজ্জ করার জন্য ইহরাম বেঁধে মক্কায় প্রবেশ করেছে তাই হজ্জটি সে ব্যক্তির পক্ষ থেকেই আদায় হবে। তার উপর পৃথক হজ্জ হবে না। তবে তার জন্য জরুরী হবে হজ্জের মাসায়িল সমূহ ভাল ভাবে শিখে নেয়া এবং হজ্জ করার সময় কোন আলেম ব্যক্তি বা কমপক্ষে আগে যিনি হজ্জ করেছেন, হজ্জের মাসায়েল জানেন, তার সাথে থেকে সঠিকভাবে হজ্জে বদল সম্পন্ন করা। অবশ্য বদলী হজ্জ এমন ব্যক্তি দ্বারা করনো উত্তম, যিনি নিজের ফরয় হজ্জ আদায় করেছেন এবং হজ্জের বিধান সম্পর্কে ভাল জ্ঞান রাখেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৫১২
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৬০৩
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৭
- দারুল উলূম, খন্ড: ৬, পৃষ্ঠা: ৫৭৫
আনুষঙ্গিক ফতোয়া
- স্বামী-স্ত্রী উভয়ের উপর হজ্জ ফরজ হওয়ার জন্য সম্পদের পরিমাণ
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- বদলি হজ্জ ও ফরয হজ্জের পার্থক্য
- বদলী হজ্জের ক্ষেত্রে প্রেরণকারী কথা অমান্য করে তামাত্তু বা ইফরাদ হজ্জ করা
- অসুস্থতার কারনে কাউকে দিয়ে বদলি হজ্জ করানোর পর সুস্থ হলে হজ্জ করা জরুরী কিনা
- মহিলার জন্য জমি বিক্রি করে হজ্জ করা