
প্রশ্ন
আমার ছোট ভাই বিদেশ থাকে। সে বাড়ি নির্মাণের জন্য ত্রিশ লাখ টাকা পাঠিয়েছে। কিন্তু যে জমিতে বাড়ি নির্মাণের কথা ছিল তা নিয়ে তখন মামলা চলছিল। তাই নির্মাণ কাজে হাত দেওয়া যায়নি। এদিকে মামলা নিষ্পত্তি হতে এক বছর লেগে গেল। এখন এই টাকার যাকাত দিতে হবে কি? জানিয়ে কৃতজ্ঞ করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নে বর্ণিত টাকাগুলো বাড়ি নির্মাণের জন্য বরাদ্দ হলেও এর উপর বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার কারণে তার যাকাত আদায় করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৯২
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬২
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৬
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৫৪
আনুষঙ্গিক ফতোয়া
- যাকাতের অর্থ এবং যাকাত আদায় না করার ক্ষতি
- ভাড়া বাসার এডভান্সের যাকাত কার উপর আবশ্যক
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- যাকাতের কথা উল্লেখ না করে যাকাত দেওয়া
- ঋণের টাকার উপর আসা যাকাতে আদায়ের নিয়ম
- হজ্জের জন্য সংগৃহীত টাকার উপর যাকাত
- দান সদকা কাদের দেয়া যাবে
- ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া