কসম-মান্নত Fatwa Cover

নির্দিষ্ট পশু কুরবানীর মান্নত

মাসিক আল কাউসারকসম-মান্নত


প্রশ্ন

এক ব্যক্তির একটি গরু আছে। সে মান্নত করেছে যে, আমি আল্লাহর ওয়াস্তে এ বছর গরুটি কুরবানী করব। লোকটি গরীব। বর্তমানে সে চাচ্ছে উক্ত গরুর পরিবর্তে আরেকটি গরু কিনে কুরবানী করবে। তার জন্য কি ওই গরুটির পরিবর্তে অন্য গরু কুরবানী করা জায়েয হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

তাকে ওই গরুটিই কুরবানী করতে হবে। এটা রেখে অন্য গরু কুরবানী করা জাযেয় হবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২০২
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ১৭০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২১