
প্রশ্ন
জনৈক ব্যক্তি তার নিজস্ব একটা গরু কুরবানী করার নিয়্যত করেছিল। কিন্তু কুরবানীর পূর্বেই গরুটি মারাক্তক রোগাক্রান্ত হয়ে পড়েছে, যার করাণে গরুটি বিক্রি করে ফেলতে হয়েছে। এখন কি উক্ত ব্যক্তির কুরবানী করতে হবে? এ ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছুক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নে বর্ণিত অবস্থায় উক্ত ব্যক্তির কুরবানী করার নিয়্যতের কারণে কুরবানী ওয়াজিব হয়নি। শুধু নিয়্যতের কারণে কোন কিছু ওয়াজিব হয় না। হ্যাঁ, যদি তার উপর আগে থেকেই কুরবানী ওয়াজিব হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা। সেক্ষেত্রে নিয়্যত ব্যতীতই তার যে কোন একটা কুরবানী দিতে হবে। তাই তার উপর যদি পূর্ব থেকে কুরবানী ওয়াজিব হয়ে থাকে, তাহলে কোন জানোয়ার খরিদ করে কুরবানী করে দিতে হবে। উক্ত জানোয়ার দ্বারা কুরবানী দেয়া তার উপর জরুরী নয়। যদি পূর্ব থেকে কুরবানী ওয়াজিব না হয়, তাহলে শুধু এরুপ নিয়্যতের কারণে তার উপর কোন কিছু ওয়াজিব হয়নি। তবে যদি তার ইচ্ছা হয়, তাহলে নফল হিসেবে একটা কুরবানী করতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩২১
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৮৪
আনুষঙ্গিক ফতোয়া
- কুরবানীর গোশত বিক্রি
- কুরবানীর চামড়া ঈদগাহ মাঠের জন্য দান
- কুরবানীর পশুর চামড়া বা এর টাকা পাওয়ার প্রকৃত হকদার
- কুরবানীর পশু যবেহ করে টাকা গ্রহণ করা
- কুরবানীর চামড়া কুরবানীদাতার গ্রহণ করা
- কোরবানির নিয়তে পশু ক্রয়ের পর তা বিক্রয় করা
- কুরবানীর পশু ক্রয় করার তা পর মারা গেলে বা চুরি হয়ে গেলে করণীয়
- পশু কুরবানীর মান্নত আদায়ের শর্তসমূহ