বিবিধ Fatwa Cover

নূহ আলাইহিস সালাম এর ছেলের নাম

মাসিক আল কাউসারবিবিধ


প্রশ্ন

আমরা বিভিন্ন ওয়াজে শুনি যে, যখন হযরত নূহ আ. কিশতীতে আরোহণ করলেন তখন তাঁর এক সন্তান, যে কাফের ছিল সে বন্যাতে ডুবে গিয়েছিল। জানতে চাই, নূহ আ.-এর ঐ সন্তানের নাম কী? কেউ বলেন, ‘ইয়াম’ কেউ বলেন, কিনআন। সঠিক কোনটি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ সন্তানের নাম কিনআন এবং ইয়াম উভয়টিই। তারীখ ও তাফসীরের গ্রন্থসমূহে দুটি নামই এসেছে। কেউ কিনআন বলেছেন আবার কেউ বলেছেন ইয়াম। তবে তারীখের সুপ্রসিদ্ধ গ্রন্থ ‘আলকামিল ফিততারীখ’ এ বলা হয়েছে, ঐ সন্তানের নাম কিনআন, যাকে ইয়ামও বলা হয়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আলবিদায়া ওয়ান নিহায়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৬
  • আলকামিল ফিততারীখ, খন্ড: , পৃষ্ঠা: ৭৩
  • আলকাশশাফ যমখশারী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৬
  • তাফসীরে তাবারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৫
  • তাফসীরে মাযহারী, খন্ড: , পৃষ্ঠা: ৮৮
  • মাআরিফুল কুরআন, খন্ড: , পৃষ্ঠা: ৬২৪
  • তাফসীরে কুরতুবী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮
  • তাফসীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৯