
প্রশ্ন
আমাদের এলাকায় বড় বড় নৌকা আছে। বর্ষাকালে লোকজন তাদের প্রয়োজনে নৌকা ভাড়ায় দিয়ে থাকে। এভাবে চুক্তি করে যে, চুক্তিগ্রহণকারী নৌকা ভাড়ায় খাটাবে। যা উপার্জন হবে তা নৌকার মালিক ও তাদের মাঝে তিন ভাগে বন্টিত হবে। এক ভাগ নৌকার মালিক পাবে আর দুই ভাগ তারা পাবে। জানতে চাই, তাদের এ চুক্তি শরীয়তসম্মত কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত চুক্তিটি বৈধ হয়নি। এভাবে চুক্তি করে নৌকা চালালে অর্জিত পুরো আয়ের মালিক হবে নৌকার মালিক। আর কর্মচারিগণ তাদের কাজের জন্য মালিক থেকে ন্যায্য পারিশ্রমিক পাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৮৪
- শরহুল মাজাল্লাহ, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৬৬
- আননাহরুল ফায়েক, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩০৭
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৬২৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩২৬
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- ফরজ গোসলে নাকের ভিতরে পানি পৌঁছানোর পদ্ধতি
- আমি কাকে ছেড়ে থাকব আমার মা বাবাকে নাকি আমার স্ত্রী কে
- নেক আমলের ফায়দা
- বিধর্মীদের দোকান ও বাড়ি ভাড়া দেয়ার হুকুম কি
- একটি গরুতে সাত জনের বেশি অংশীদার হওয়া
- খেজুর গাছ ভাড়া নেওয়া
- ছেলে থাকা অবস্থায় মৃতের ভাই-বোনের মেয়েরা কি সম্পদের ভাগ পাবে