
প্রশ্ন
আমি কয়েক দিন আগে বরিশালের উদ্দেশে সফর করেছিলাম। যাওয়ার সময় সদরঘাট থেকে লঞ্চে উঠলাম। তখন লঞ্চটি ঘাটের সাথে বাঁধা অবস্থায় ছিল। ইতিমধ্যে আসরের সময় হয়ে গেলে আমি কসর নামায পড়িনি; বরং পূর্ণ চার রাকাত পড়েছি। জানতে চাই, আসর নামায পড়া কি ঠিক হয়েছে? উপরোক্ত অবস্থায় কি আমি মুসাফির ছিলাম নাকি মুকীম?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে লঞ্চটি ঘাট ত্যাগ না করা পর্যন্ত আপনি মুকীম ছিলেন। তাই ঘাটে থাকা অবস্থায় পূর্ণ নামায আদায় করা সহীহ হয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮৭
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৫
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৯
আনুষঙ্গিক ফতোয়া
- চিল্লায় বের হলে মুসাফির না মুকিম থাকবে
- সফরের আহকাম শুরু হওয়ার সময়
- কোন স্থান অতিক্রম করার ব্যক্তি মুসাফির হয় আর কখন মুসাফিরের হুকুম শেষ হয়
- বিশ্ব ইজতিমায় আগত মুসল্লিগণ সবাই কি মুসাফির
- সফরের কারনে রোজা না রাখা
- মুসাফির ইমামের পিছনে মুকিমের অবশিষ্ট নামায আদায়
- শরয়ী বিয়ে হওয়ার জন্য শর্ত কি কি
- মুসাফিরের রোজা রেখে ভেঙ্গে ফেলার হুকুম