
প্রশ্ন
আমাদের বাড়ি থেকে জামে মসজিদ কিছুটা দূরে। সেখানে ইতিকাফে বসলে খানা আনা-নেওয়ার সমস্যা। তাই বাড়ি সংলগ্ন একটি পাঞ্জেগানা নামায-ঘরে ইতিকাফে বসতে চাই। এ নামায-ঘরটি আমাদের জায়গায়। মসজিদ দূরে হওয়ার কারণে আমার বাবা অস্থায়ী নামাযের ব্যবস্থা করেছেন। এখানে ইতিকাফে বসলে ইতিকাফ সহীহ হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পুরুষের ইতিকাফ সহীহ হওয়ার জন্য শরয়ী মসজিদ হওয়া জরুরি। নামায-ঘরে ইতিকাফ সহীহ হবে না। তাই ইতিকাফে বসতে চাইলে মসজিদেই বসতে হবে। খানা আনা-নেওয়ার জন্য কেউ না থাকলে ইতিকাফ অবস্থায় খানা নেওয়ার জন্য বাড়ি যেতে পারবেন। তবে খানা নিয়ে দ্রুত মসজিদে ফিরে যেতে হবে। বাইরে বিলম্ব করা যাবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে আবু দাউদ, পৃষ্ঠা: ৩৩৫
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৭
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪৯
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২১১
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৪০
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২২১
- সূরা: বাকারা, আয়াত: ১৮৭