
প্রশ্ন
আমার এক বর্গা চাষী আউশ ধানের মৌসুমে আমার প্রাপ্য পাঁচ মণ ধান করজ হিসেবে রেখে দিয়েছিল। অতপর আমনের মৌসুমে করজ পরিশোধ করতে তিন মণ সাধারণ ধান আর দু’মণ পোলাওর ধান দিয়েছে। যেহেতু পোলাওর ধানের দাম অন্যান্য ধানের তুলনায় প্রায় দ্বিগুণ। তাই আমি প্রথমে নিতে অসম্মতি প্রকাশ করলেও পরে এ ধানের প্রয়োজন আছে বিধায় নিয়ে নিয়েছি। এখন প্রশ্ন হল, সাধারণ ধানের পরিবর্তে এ অধিক মূল্যের ধান গ্রহণ করা আমার জন্য বৈধ হয়েছে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
করজ দেওয়ার সময় যদি উন্নত জাতের ও বেশি মূল্যের ধান দেওয়ার কিংবা যে কোনোভাবে ঋণদাতাকে লাভবান করার শর্ত না হয়ে থাকে এবং সমাজে এমন কোনো প্রচলনও না থাকে; বরং ঋণগ্রহীতা করজ পরিশোধ করার সময় স্বেচ্ছায় ভালো ধান দিয়ে থাকে তাহলে ঋণদাতার জন্য তা গ্রহণ করার সুযোগ আছে। এক্ষেত্রে তা সুদ হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২২
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৬, পৃষ্ঠা: ৫১৯
- নুতাফ ফিলফাতাওয়া, পৃষ্ঠা: ২৯৯
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৫১
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ২০২
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৬৫
আনুষঙ্গিক ফতোয়া
- কারো আবিষ্কার করা পণ্য কেহ যদি তাকে না জানিয়ে তৈরি করে তবে কি তা চুরি হবে
- ভাল পানিতে ব্যবহৃত পানি পড়লে তার হুকুম
- একজনের জন্য কেনা পণ্য অন্যের কাছে বিক্রি করা
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- যারা লোকদের ভাল কথা শিক্ষা দেয় তাদের উপর আল্লাহ তায়ালা তার ফেরেশতাগণ, আসমান-জমীনের সমস্ত মাখলুক এমনকি পিপড়া আপন গর্তে এবং পানিতে মাছ রহমতের দোয়া করতে থাকে
- দীর্ঘকালীন ভাড়া চুক্তি করে মোটা অংকের অর্থ গ্রহণ বৈধ কি না
- স্ত্রী, এক কন্যা ও ভাই-বোনদের মাঝে মিরাস বন্টন
- যাকাতের অনুপোযোগী ব্যক্তিকে যাকাত দিয়ে দিলে করনীয়