বিবিধ Fatwa Cover

পণ্য দিয়ে পারিশ্রমিক দেওয়া

মাসিক আল কাউসারবিবিধ


প্রশ্ন

আমাদের দেশের বাড়িতে অনেক সুপারি গাছ আছে। সুপারি আমরা লোকদের দিয়ে সুপারি পাড়িয়ে থাকি। তাদের সাথে এভাবে চুক্তি হয় যে, বড় গাছ হলে ৫টি আর মাঝারি বা ছোট গাছ হলে ৪টি মাঝারি ধরনের সুপারি তাদেরকে দেওয়া হবে। জানতে চাই, উক্ত চুক্তিতে কোনো সমস্যা আছে কি না? উল্লেখ্য যে, তাদের সাথে চুক্তি হওয়ার সময় এ কথা বলা হয় না যে, তাদের পাড়া সুপারি থেকে তাদের অংশ দেওয়া হবে।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এভাবে চুক্তি করা বৈধ হয়েছে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সুনানে দারাকুতনী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭
  • বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআছিরা, খন্ড: , পৃষ্ঠা: ২১৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৪
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: ১১, পৃষ্ঠা: ৩৩৩
  • ইলাউস সুনান, খন্ড: ১৬, পৃষ্ঠা: ১৮১