
প্রশ্ন
আমি দোকান থেকে এক হালি ডিম কিনে বাসায় নিয়ে আসি। ডিমগুলো ভাঙ্গার পর দেখা গেল, দুইটি ডিম নষ্ট, খাওয়ার উপযোগী নয়। জানার বিষয় হল, নষ্ট দুটি ডিমের টাকা দোকানির কাছ থেকে ফেরত নেওয়া জায়েয হবে কি না? উল্লেখ্য, বাসায় আনার সঙ্গে সঙ্গেই ডিমগুলো ভাঙ্গা হয়েছে।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, নষ্ট ডিমের টাকা দোকানি থেকে ফেরত নেওয়া জায়েয হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৮৪
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৩
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১০, পৃষ্ঠা: ১২৫
- হেদায়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৩
- ফাতহুল কাদীর, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৮
- আলবাহরুর রায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ৫৪
- রদ্দুল মুহতার, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৫
আনুষঙ্গিক ফতোয়া
- পণ্যের মূল্য নির্ধারণ না করে বাকি বিক্রি করা
- কাযা নামাযের ফিদিয়া দেওয়ার নিয়ম
- পূর্বশুরীদের দান করা জমি ফিরিয়ে নেওয়া
- ফ্রি পণ্য আয়ত্তে না থাকলে মূল পণ্য থেকে মূল্য-হ্রাস করা
- বিক্রির পর অতিরিক্ত মুল্য দাবি করা
- যে কারণে মূসা আ. আযরাঈল আ.-কে চপেটাঘাত করেন
- মাসবূক ভুলবশতঃ ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে
- অযু নষ্ট হয়ে গেলে মুখ বা ঠোঁটের দ্বারা কুরআন শরীফ স্পর্শ করা