
প্রশ্ন
যবেহকৃত গরুর কোন কোন অংশ খাওয়া জায়িয এবং কোন কোন অংশ খাওয়া জায়িয নয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রাণীর আটটি অংশ খাওয়া নিষেধ। যথা-১.পুরুষ লিঙ্গ, ২.স্ত্রীলিঙ্গ, ৩. মুত্র থলি, ৪.পিঠের হাড়ের ভিতরের মগয বা সাদা রগ, ৫. চামড়ার নীচের টিউমারের মত উঁচু গোশত, ৬. অণ্ডকোষ, ৭. পিত্ত ও ৮.প্রবাহিত রক্ত। উল্লেখিত অংশগুলো ব্যতীত বাকি সব অংশ খাওয়া জায়িয আছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- তহতভী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৬০
- ইমদাদুল মুফতীন, খন্ড: ২, পৃষ্ঠা: ৯৭০
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১১৮
আনুষঙ্গিক ফতোয়া
- হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া জায়েজ
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- তারাবির খতম শেষে সূরা বাকারার কিছু অংশ পড়া
- কোরবানির গরুতে আকিকার জন্য অংশ
- জানাজার নামাজের কিছু অংশ ছুটে গেলে করণীয়
- মিরাসী সম্পদে মেয়েদের অংশ
- চাচাদের উপস্থিতিতে দাদার মীরাছে এতিম নাতীদের অংশ
- অংশীদারিত্বের কুরবানী