
প্রশ্ন
এক ব্যক্তির মুদীখানার দোকান আছে। তার এই ব্যবসার যাকাত এসেছে ১০ হাজার টাকা। সে এক গরীব লোকের নিকট ৫ হাজার টাকা পাবে। এখন যদি ঋণগ্রহিতাকে ঐ টাকাগুলো মাফ করে দেয় তাহলে ঐ ব্যক্তির যাকাত আদায় হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না। এভাবে পাওনা টাকা মাফ করে দিলে যাকাত আদায় হবে না। এক্ষেত্রে করণীয় হল, ঋণী ব্যক্তি যদি যাকাত গ্রহণের যোগ্য হয় তাহলে তাকে প্রথমে যাকাতের টাকা দিয়ে দিবে। এরপর তার থেকে নিজের ঋণ উসূল করে নিবে। এ পন্থায় নিজের যাকাতও আদায় হয়ে যায় আবার ঋণও উসূল হয়ে যায়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ২০৬
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ২৭০
- আলমাবসূত, সারাখসী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৫
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৪
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৩
আনুষঙ্গিক ফতোয়া
- ঋণগ্রহীতার কাছে রক্ষিত টাকা তাকে যাকাত হিসেবে দিয়ে দেওয়া
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- যাকাতে হিসেব থেকে দীর্ঘমেয়াদী ঋণ কি বাদ দিতে হবে
- কাউকে সদকা দিয়ে পরে যাকাতের নিয়ত করা
- ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া
- সুদের টাকার বিধান, সুদের টাকা দিয়ে হজ্ব ও সাইয়্যেদ বংশীয়কে যাকাত দেয়া প্রসঙ্গে
- যে সম্পদে যাকাত আসে বছর অতিক্রান্ত হওয়ার পর সে মালের যাকাত না দিয়ে তা বিক্রি করে দিলে যাকাত রহিত হবে কি না?
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না